Ajit Pawar Dies at Plane Crash: বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মৃত্যু

Published on 28 Jan 2026 | 👁 7 views

Ajit Pawar Dies at Plane Crash: বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মৃত্যু মুম্বই: মহারাষ্ট্রের বারামতীতে জনসভায় যোগ দিতে যাওয়ার সময় বিমান দুর্ঘটনায় মৃত্যু হল এনসিপি প্রধান তথা মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের৷ মৃত্যুকালে অজিত পওয়ারের বয়স ছিল ৬৬ বছর৷ একাধিক রিপোর্ট বলছে, নির্বাচন উপলক্ষে বেশ কয়েকটি জনসভায় যোগ দিতে অজিত পওয়ারের পুণের বারামতী যাওয়ার কথা ছিল৷ ওই বিমানে করেই মুম্বই থেকে বারামতীর উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি৷ সূত্রের খবর, বারামতীতে অবতরণের সময় বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানচালক জরুরি অবতরণের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি৷ বিমানবন্দরের বাইরেই ভেঙে পড়ে বিমানটি৷
পওয়ারের বিমানটি ছিল লিয়ারজেট ৪৫৷ যাতে ছয় থেকে আট জন বসতে পারেন৷ বিমানে অজিতের সঙ্গে আরও দু’জন পওয়ার ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন৷ একজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং একজন অ্যাটেনড্যান্ট, তিনি এনসিপি কর্মী ছিলেন বলে জানা গিয়েছে৷ পাশাপাশি, বিমানে ছিলেন একজন PIC এবং FO দুই বিমানকর্মীও৷ ডিজিসিএ জানিয়েছে, দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে৷
বিমানটি সকাল ৮.১০ মিনিটের দিকে মুম্বই থেকে রওনা দেয়৷ সকাল ৯.১২ মিনিটে বিমান দুর্ঘটনার খবর এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয়।